Showing posts with label আমার লেখা কবিতা. Show all posts
Showing posts with label আমার লেখা কবিতা. Show all posts

Monday, 13 June 2022

অণুকাব্য- ক

যে দীর্ঘশ্বাস সেই মেয়েটার বুক জুড়ে
তারই শাপে সেই ছেলেটার সুখ পোড়ে
মেয়ের দুচোখ ছাঁপিয়ে ঝরে যত জল
তার পরিণাম ছেলের বুকের হোমানল।

Sunday, 26 July 2020

Tuesday, 3 March 2020

Thursday, 16 January 2020

মানুষ যদি মানুষের হৃদয়ের কথা জানতো

মানুষ যদি মানুষের হৃদয়ের কথা জানতো,
তবে খুব খারাপ হত।
আমি নিশ্চিত হতাম,
তুমি আমাকে কখনও ভালবাসোনি,
আর তুমি জেনে যেতে,
আমি তোমাকে ভাল না বেসে থাকতে পারব না।

Wednesday, 22 February 2017

যে ভাবে বাঁচি

কখনো অকৃত্রিম ভাবে তুমুল হাসি,
তুখোড় রসিকতায় আশে পাশের
মানুষগুলোকেও শামিল করি হাসির মিছিলে।
.
কখনোবা হাসি-কান্না,
সুখ-দুঃখের মাঝামাঝি জায়গায় থেকে
নিঃশ্বাস আটকে নির্লিপ্ত মুখে
খাবার গিলি, ঘুমোই
সম্পন্ন করি দৈনন্দিন প্রতিটি কাজ।
.
অসহ্য যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে গেলে
আগল খুলে কাঁদি খুব,
টকটকে লাল চোখ
ব্যথায় বন্ধ না হয়ে আসা অব্দি।
কাঁদতে কাঁদতে উদভ্রান্তের মত হাসি ফের...
.
কিন্তু আমি কারো কাছে যাইনা
নাম ধরে ডাকি না কারো...
চেতনে অবচেতনে দগ্ধ হই শুধু,
তবু শীতলতা খুঁজিনা কোথাও।
জমে বরফ হয়ে গেলেও,
উষ্ণতা চাইনি অন্য কারো কাছে।

Monday, 13 February 2017

Friday, 10 February 2017

অপেক্ষা ঋতুর জন্য

আমি একটি গ্রীষ্মের অপেক্ষায় থাকি
যে গ্রীষ্মের সবটুকু রোদ কেবল আমায় দহন করবে
আমি পুড়ে ছাই হয়ে যাব

আমি অপেক্ষায় থাকি একটি বর্ষার
যার সকল বৃষ্টিবিন্দু
কেবল আমায় সিক্ত করবে
প্রবল বর্ষণে আমি ভেসে যাব

একটি শরতের অপেক্ষায়ও আমি থাকি
যার সকল শুভ্র স্নিগ্ধ মেঘ
শুধু আমার জন্য পুঞ্জীভূত হবে
আগামী বর্ষার বৃষ্টি হবার অপেক্ষায়

হেমন্তের জন্যে আমার আকুলতা নেই
কিন্তু একটি শীতের অপেক্ষায় আমি থাকি
যার সকল কুয়াশা ঝাপসা করে দেবে আমার চোখ
আর কপোলে ঝরে পড়বে
মুক্তো কণার মত অজস্র শিশির বিন্দু হয়ে

অতঃপর আমি একটি বসন্তের অপেক্ষায় থাকি
যে বসন্তের সব ফুল প্রস্ফুটিত হবে
শুধু আমারই জন্যে
আর সকল সৌরভ কেবলই আমার হবে

Saturday, 4 February 2017

তোমাকে আশীর্বাদ করছি

তোমাকে আশীর্বাদ করছি,
তুমি আমার বিকল্প খুঁজে পাবেনা কখনও।

তোমাকে এরপর যে যত ভালইবাসুক,
আমাকে ভেবে তোমার মনে হবে,
"ওর মত অত ভাল তো বাসেনা।"
সে যত ভালই হোক, তুমি ভাববে,
"সেই ওর মত তো নয়",
"কি যেন একটা  নেই,
কোথায় যেন মস্ত ফাঁকি।"
যত ভালবাসাই পাও,
তুমি তাতে তৃপ্তি পাবেনা কোনদিন।

তুমি যত পাবে, তত মনে হবে
তোমার যা পাওয়ার তা তুমি পাওনি।
যা পেয়েছো সব মিথ্যে, ভুল।

আমার জন্য তোমার
বুক ভরে হাহাকার লাগবে,
চেতনে-অবচেতনে।
তুমি জানবে, আমি নেই।
তবু তুমি আমাকে চাইতেও পারবেনা।

আমৃত্যু কখনো যেন,
তুমি আমার বিকল্প খুঁজে না পাও,
অতৃপ্তি যেন থাকে।

Wednesday, 25 January 2017

বিস্মৃত নাম

আমার কি মনে হয় জানো?
আজ থেকে অনেক অনেক বছর পর, যখন তোমার চাকরি হবে,
সংসার হবে, সন্তান হবে,
নিয়ম করে পাশে শোয়া মানুষটাকে ভালবাসতে হবে,
নিছক দায়িত্বের টানে ফুসরতহীন ব্যস্ততা হবে।
সেইদিন, তোমাকে প্রচন্ড ভালবেসেছে, অকারণে ভালবেসেছে,
সবচাইতে বেশী ভালবেসেছে,
তোমার জন্য বুকের বাঁপাশে
বিশুদ্ধতম অনুভূতি জমিয়ে রেখেছে,
এমন একটা মানুষের খোঁজ করতে গেলে সমস্তটা জীবন হাতড়ে একমাত্র আমার নামটাই তোমার মনে আসবে।
তোমার স্মৃতিতে থাকা সবচেয়ে বিস্মৃত নাম...

Wednesday, 26 October 2016

তোমার উঠোন রাঙিয়ে দিক
ভোরের সূর্যালোক,
আমার চোখে মূষলধারে
অঝোর বৃষ্টি হোক

Sunday, 16 October 2016

আমি কেন স্বাদ পাই না ভাতে
কেনইবা ঘুম আসেনা রাতে
আমার কেন বিষম ব্যথা বুকের গহীনটাতে...
.
আমি যদি হাত রাখি অন্য কারোর হাতে
কিংবা যদি ঘর বাঁধি অন্য কারোর সাথে
তোমার কিছু যায় আসে কি তাতে?

Saturday, 15 October 2016

আমি হয়ে যাই যদি খুব বেসামাল
আসবি তো তুই সামলে নিতে?
মুচকি হেসে সায় দিবি বল ?
আমার সকল পাগলামিতে....

Saturday, 3 October 2015

Friday, 11 September 2015

Monday, 31 August 2015

Thursday, 27 August 2015

ভালো থেকো

আমি তোমার সামনে হাঁটু মুড়েই বসি,
আমার মাথা অবনতই থাক।
ঘৃণায় অথবা অলস অনিচ্ছায়...
একটাও কথা না বলে,
কিছুক্ষণ চুপচাপ বসে থাকি।
অপ্রকাশিত সহস্র অভিযোগ
ভেতরেই জমা থাকুক
অনেক দিনের ক্লান্ত চোখ
অশ্রু আড়ালে রাখুক।
অভিমানে নয়, সহজাত অভ্যেসে।
শেষ মুহুর্তে একবার শুধু মুখ তুলে তাকানো,
নিমেষ তরে এক টুকরো নির্লিপ্ত হাসি...
উঠে আসবার সময় কিছু না বলেও,
চোখে চোখ রেখে জানিয়ে দেয়া -
"ভাল থেকো"

Sunday, 2 August 2015

Saturday, 1 August 2015

অণুকাব্য-২৩

চোখে ভাসে তোর সেই হাসি মুখ
আমি মাঝ পথে যাই থমকে
বেখেয়ালি মন ফেরে খেয়ালে
তাই হঠাৎ উঠি চমকে
থাকি নির্বাক খুব নিশ্চুপ
শুধু চিন্তার ঝড় মগজে
আমি বুঝে যাই এই জন্মে
তোকে হবে না ভোলা সহজে

Thursday, 30 July 2015

অণুকাব্য-২২

এই এলোমেলো হাঁটা রাস্তায়
শত ভাবনারা দেয় শাস্তি
মনে পড়ে যায় কোন একদিন
তুইও আমাকে ভালবাসতি
ছিল ভালবাসা, নাকি অভিনয়!
আমি ভেবে ভেবে হই ক্লান্ত
আর হৃদয়টা হয় ব্যথাতুর
চোখে দৃষ্টিটা বিভ্রান্ত...